গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার কৌশল
গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার কৌশল, হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা ,আশা করি সবাই ভাল আছেন। বন্ধুরা আপনারা কি জানেন যে, কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে হয় ? যদি আপনারা এই প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই উপকারী হবে।বন্ধুরা যারা ব্লগিং করছেন তারা এটা ভালোভাবেই জানেন যে , আপনাদের ব্লগকে গুগল সার্চ ইঞ্জিন এ সবার প্রথম পেজে আনার জন্য অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে SEO এর ওপর অনেক বেশি মনোযোগ দিতে হয়।
আর ব্লগকে user friendly বানাতে হয় তখনি আপনার ব্লগে বেশি থেকে বেশি ভিজিটর আসবে।ইউজাররা আমাদের ব্লগের আর্টিকেল পড়ার জন্য তখনই ভিজিট করবে । যখন আমাদের ব্লগে সর্বপ্রথম আর্টিকেলে images দেওয়া হয়। images গুলি আমাদের ব্লগকে আকর্ষণীয় রূপ দেয়। যার ফলে ভিজিটররা অনুপ্রেরিত বা আকর্ষিত হয় এবং আমাদের ব্লগ লিংকে প্রবেশ করে। এর থেকে বোঝা যায় যে ব্লগের জন্য image খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তবে ব্লগের জন্য আমরা যে আর্টিকেলের সাথে সংযুক্ত করা জন্য image সন্ধান করে থাকি এই, বিষয় নয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা আমাদের ব্লগের জন্য যে image ব্যবহার করছি সেটি copyrighted হওয়া ভালো নয়। না,হলে এই কারণে আমাদের পরবর্তীকালে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের যখন কোন তথ্যের প্রয়োজন বা দেখা । তখন আমরা গুগলে গিয়ে ওই তথ্য বিষয় জানার জন্য সার্চ করি আর সেই তথ্য সংগ্রহ করি ঠিক সেই রকমই যখন আমাদের images এর প্রয়োজন হয় তখন আমরা গুগলের ব্যবহার করি থাকি। সেখানে আমরা অনেক images দেখতে পাই কিন্তু আমরা সেই images কে ডাউনলোড আর edit করে সেগুলোকে আমাদের ব্লগে সরাসরি ব্যবহার করতে পারি না।
কারণ সেই সমস্ত images copyrighted হয়, আর ওই images গুলোর মালিক অন্য কেউ। তাই তাদের অনুমতি ছাড়া সেই images এর ব্যবহার করা অবৈধ। যদি তাদের অনুমতি ছাড়াই ওই images গুলো আপনারা ব্যবহার করেন। তাহলে ওই images এর মালিক আপনার ওপর মামলা করতে পারে বা গুগোলে অভিযোগ করতে পারে। যার কারণে গুগোল আপনার ব্লগকে বাতিল করে দিতে পারে ।
প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই রয়েছে। আর এই সমস্যার সমাধান আজ আমরা এই পোষ্টের মাধ্যমে জানব। ব্লগের জন্য ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট উপলব্ধ রয়েছে ।সেখান থেকে আমরা আপনাদের প্রয়োজন অনুসারে ইমেজ সার্চ করে ডাউনলোড করতে পারব। আর এখানে কপিরাইটেড ইমেজ এর চিন্তা করতে হবে না।কিন্তু এমন অনেক ইমেজ রয়েছে যেগুলো আমরা গুগল ছাড়া অন্য কোথাও পাবো না তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি?আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে আমরা গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি ।হ্যাঁ আপনারা একদম সঠিক কথা শুনেছেন আমরা কিছু সহজ কৌশল অবলম্বন করে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারব ।তাহলে, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করব?
কপিরাইট ইমেজ কি?
কপিরাইট ইমেজ সেই সমূহ ইমেজকে বলা হয়।যে গুলোর ব্যবহার সেই ইমেজের মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না।যেহেতু সেই ইমেজের মালিকানা অন্য কোনো ব্যক্তির কাছে থাকে তখন সেই সমস্ত ইমেজকে কপিরাইট ইমেজ হিসেবে সম্বোধিত করা হয়। এই ধরনের ইমেজগুলোর ব্যবহার আমরা আমাদের ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউবে ব্যবহার করতে পারি না ।যদি করতে চায় তাহলে আমাদের প্রথমে এই ইমেজের মালিকের কাছে অনুমতি নিতে হবে তারপর আমরা ওই ইমেজগুলোকে ব্যবহার করতে পারব।
অবশ্যই পড়ুন:
কপিরাইট ফ্রি ইমেজ কি?
কপিরাইট ফ্রি ইমেজ সেই সমূহ ইমেজকে বলা হয় ।যেগুলোর ব্যবহার যে কেউ যেকোনো ভাবে করতে পারে ।এই ধরনের ইমেজ ব্যবহার করার ফলে কোন ধরনের কপিরাইট issue এর সম্ভাবনা থাকে না। এই ধরনের ইমেজের কপিরাইট আর মালিকের কাছে থাকে তাসত্বেও অন্যদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া থাকে। অর্থাৎ ওই ইমেজের মালিকের কোন বাধা নেই।
কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করব?
- ১. সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারকে open করুন।
- ২. এরপর ওই ব্রাউজারে google.com লিখে সার্চ করে Google Images অপশনে যান আর Google Images এ সেই ইমেজের নাম লিখুন ।যে ইমেজটি আপনারা আপনাদের ব্লগে ব্যবহার করার জন্য চান উদাহরণস্বরূপ ।
- ৩. সার্চ button এ ক্লিক করতেই আপনারা সার্চ রেজাল্টে ওই ছবির সম্বন্ধিত অনেক ইমেজ দেখতে পাবেন। কিন্তু আপনারা সেখান থেকে যেকোন ইমেজকে ডাউনলোড করে আপনাদের ব্লগে ব্যবহার করতে পারবেন না কারণ এটি illegal.
- ৪. কপিরাইট ফ্রি ইমেজ পাওয়ার জন্য আপনারা সার্চ রেজাল্ট পেজে “Tools” এর অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
- ৫. Tools অপশনে ক্লিক করার পর আপনারা নিচে অনেক অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনারা “Usage rights” অপশনে ক্লিক করুন।
- ৬. Usage rights এর নিচে আরো তিনটি অপশন দেখতে পাবেন সেই তিনটি অপশন হল; এই তিনটি অপশনের মধ্যে আপনাদেরকে Creative Common Licenses (Free) অপশনটিকে বেছে নিতে হবে ।এটি সম্পূর্ণভাবে ফ্রি আর এখানে আপনারা যে ইমেজ দেখতে পাবেন ।সেগুলোকে আপনারা সম্পূর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
Creative Common License: এটি এমন একটি কপিরাইট লাইসেন্স যার মধ্যে কপিরাইটের মালিক আপনাকে তার ইমেজ ব্যবহার করার জন্য অনুমতি দেয় তবে কিছু শর্তের সাথে… - ৭.এই অপশনে ক্লিক করার পর আপনারা যত ইমেজ দেখতে পাবেন সেগুলোকে আপনারা ডাউনলোড করে। edit বা modify করতে পারবেন আর ওই ইমেজে আপনার ব্লগের logo এবং text যোগ করতে পারবেন।এইটুকু করার পর আপনারা কোনও সমস্যা ছাড়াই সহজেই আপনার ব্লগে গুগলের ইমেজ গুলি ব্যবহার করতে পারবেন আর আপনাদের কোন রকম কপিরাইট সমস্যার সম্মুখীন হতে হবে না।
আমার শেষ কথা
আশা করছি ,বন্ধুরা আজকে আমরা এই আর্টিকেলটিতে কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করব সেই সম্পর্কে তথ্য দিয়েছি। পড়ার পর আপনাদের অবশ্যই ভাল লেগে থাকবে ।আমি সর্বদা চেষ্টা করি আমার পাঠকদের সঠিক এবং পরিপূর্ণ তথ্য প্রদান করার জন্য। যাতে করে ইন্টারনেটে তাদের এই বিষয়ে তথ্য জানার জন্য অন্য কোন আর্টিকেল এর সাহায্য নিতে না হয়।
বন্ধুরা আজকের এই আর্টিকেলটি পড়ার পর আপনাদের কেমন লেগেছে। আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর যদি আপনাদের এই আর্টিকেলটি কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করব পড়ার পর কোন ধরনের সমস্যা বা মন্তব্য থেকে থাকে। তাহলে ,আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমি আপনাদের উত্তর দেওয়া যথাযথ চেষ্টা করব। আজকের এই আর্টিকেলটি পড়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে এই আর্টিকেলটিতে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।