Information
হাজারকে ‘K’ দ্বারা প্রকাশ করা হয় কেন? K-এর সম্পূর্ণ অর্থ কী?
হাজারকে ‘K’ দ্বারা প্রকাশ করা হয় কেন? K-এর সম্পূর্ণ অর্থ কী?
আমরা প্রায়শই K বর্ণটি ব্যবহার করে থাকি যেমন 1k লাইক, 1K আটিকেল, 1K ডলার ইত্যাদি। K দ্বারা হাজার প্রকাশ করা হয় এটি আমরা সবাই জানি। হাজারের সংক্ষিপ্ত রুপ বুঝাতে K বর্ণটি ব্যবহার করি।
এখন প্রশ্ন হচ্ছে, “1K এর পূর্ণরূপ কি?
K শব্দটির পূর্ণরূপ হচ্ছে Kilo ( কিলো)। কিলো ওয়ার্ডটি একটি গ্রীক শব্দ এবং এটি দ্বারা গ্রিক ভাষায় হাজার বুঝানো হয়।