ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ,৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ 2023। ফলাফলের বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে পোস্টে আপডেট করব। এখন নিচে দেওয়া পরিসংখ্যান দেখুন।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ,৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষার ফলাফল পরিসংখ্যান 2023:
৪র্থ পর্ব ফলাফল পরিসংখ্যান 2023:
- পরিক্ষায় অংশগ্রহণঃ ৬৭,১৮৫ জন
- পাশ করেছেঃ ২৮,২৩৯
- রেফার্ড পেয়েছেঃ ২৭,৩২৫ জন
- ৩ বিষয়ের অধিক ফেলঃ ১১,৪৫৪ জন
- পাশের হারঃ ৪২.০৩%
৬ষ্ঠ পর্ব ফলাফল পরিসংখ্যান 2023:
পরিক্ষায় অংশগ্রহণঃ ৪৯,৩৪৪
পাশ করেছেঃ ২৩,০৬৭
রেফার্ড পেয়েছেঃ ২৩,৭২৭
৩ বিষয়ের অধিক ফেলঃ ২৪২১ জন
পাশের হারঃ ৪৬.৭৫%
৮ম পর্ব ফলাফল পরিসংখ্যান 2023:
পরিক্ষায় অংশগ্রহণঃ ১৬,৫০৫ জন
পাশ করেছেঃ ১০,৭২৯ জন
রেফার্ড পেয়েছেঃ ৫,৭৫৫ জন
৩ বিষয়ের অধিক ফেলঃ ০০ জন
পাশের হারঃ ৬৫%
Main Post Link:
রেজাল্ট ডাউনলোড করতে নিচের লিঙ্কে গিয়ে গুগল ড্রাইভ থেকে রেজাল্ট শিট ডাউনলোড করে নিন
Result Download Link:
Diploma Result 2023 PDF: Published on 31 August 2023
Polytechnic Diploma in Engineering bteb.gov.bd Result 2021
The official website of Polytechnic Diploma in Engineering BTEB.gov.bd has been published the result on 9th June, 2021. Are you looking for BTEB Result 2021 by www bteb gov bd ? Then you are landed the right place to collect BTEB Diploma Result. The latest BTEB diploma result will publish soon on www bteb gov bd .
Refard Student Results:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ,৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ এরপর পলিটেকনিক স্টুডেন্টদের মতামত নিচে দেওয়া হল:
নূন্যতম মানবিকতা থাকলে এভাবে ড্রপ দিত না। যারা ড্রপ খাবে তাদের ২ বছরের শিক্ষা জীবন ধংশ হবে ঝড়ে পরবে অনেকেই। ক্লাস ব্যাতিত করনা সময়ে একমাত্র আমরা উপস্থিত থেকে এক্সাম দিয়েছি বাংলাদশে এই রেজাল্ট সত্যি হতাশাজনক। তিব্র নিন্দা জানায় বাকাশিবো এই রেজাল্ট এর প্রতি।
পাশের হার আর ড্রপের হার দেখে অনেক হতাশ হলাম এমনিতেই ১-২ বছর করোনার কারনে সময় নষ্ট হয়েছে ক্লাস পাইনি এভাবে ড্রপ দেওয়া মোটেও ঠিক হয়নি। অনেক গুলো ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। যে জায়গায় জেনারেলের অটো পাস পায়; আর আমাদের ইয়ার লস দেয়। করোনায় এমনিতেই লস, এরপর একটু কনসিডার করলে আহামরি কিছু হতো না,
ঠিক মতো ক্লাস হয়নি,কিছু হয়নি। হতাশা বাড়িয়ে দিল। এমনিতেই অনেক ছাএ পড়াশোনা ছেড়ে দিছে; এর মধ্যে এমন হলে আর আমাদের বাঁচার ওয়ে রাখলো না।
ক্লাস ছাড়া পরীক্ষা, এখন আবার রেজাল্টের এই অবস্থা। সত্যি বলতে এমনটা আশা করিনি। কতগুলো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলা করলো। ধিক্কার জানায় বাকাশিবো। লাইফের কয়েকটি ভুল সিদ্ধান্তের মধ্যে একটি হলো কারিগরিতে ভর্তি হওয়া। সবসময় আমরা অবহেলিত। আমি এমন পরীক্ষার নেয়ার বিরুদ্ধে কথা বলেছিলাম বলে তথাকথিত ব্রিলিয়ান্ট পোলাপান প্রচুর গালি দিছিল, তাদের বলছি দেখেন অবস্থা।
যেই খানে জেনারেল স্টুডেন্ট দের অটো-পাশ দেওয়া হয়। আর সেই খানে আমরা করোনার মধ্যে পরীক্ষা দিচ্ছি,একটা দিনও ক্লাস হয় নাই কলেজ এ, তার পরেও পাশের হার এই অবস্থা। কোথায় সেই সোনার ছেলেরা যারা আন্দোলনের বিরোধিতা করেছিল এবং পরীক্ষার পক্ষে ছিল । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যখন আপনার কলেজে যাবেন এবং দেখবেন আপনাদের সহপাঠির এক অংশ কলেজে অনুপস্থিত এবং তাদের জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে । তখন কেমন লাগবে
কি নির্মম পরিনিতি। একি বছর উচ্চ মাধমিকের মতো পরীক্ষায় আটোপাশ দিল আর কারিগরি বোর্ড কি করল?? করোনার উচ্চমাত্রার ঝুঁকিতে পরীক্ষা নিল তাও সম্পূর্ণ সিলেবাস। এখন রেজাল্টে এতো গুলো শিক্ষার্থীকে ফেল করাল। এমনিতে ২ বছর লস তার মদ্ধ্যে আরো এক বছর বোনাস দিল। যে সব শিক্ষার্থী ফেল করেছে তারা যদি বলে ক্লাস না নিয়ে পরীক্ষা নিয়ে সে পরীক্ষায় ফেল করালেন কীভাবে?? কি উত্তর দিবে তাদের??
করোনায় শিক্ষাব্যবস্থার যা ক্ষতি হইছে তার সিংহভাগ ভুক্তভোগী ডিপ্লোমা স্টুডেন্টরা।এক সেমিস্টারে দেড় বছর,ছাত্রছাত্রীরা ৬ দফা দাবীতে আন্দলোন করলো,যার এক দফা সেশন জট এড়াতে আমাদের অটোপ্রমোশন দিতে হবে।
কারিগরি শিক্ষাবোর্ড ডিপ্লোমা স্টুডেন্টদের বুঝ দিলো পরিক্ষা ব্যবস্থা সহজ করে দেওয়া হবে,যাতে অংশগ্রহণ করলেই সহজেই পাশ করতে পারবে। কোনোরকম পড়াশোনা ছাড়াই করোনাকে উপেক্ষা করে পরিক্ষা নিলো,যেখানে অন্যান্য শাখায় পরিক্ষার বিকল্প অটোপ্রমোশন। রেজাল্ট ; চতুর্থ পর্ব-৪২.৩% পাশ। রেজাল্ট দেখে একবারো মনে হচ্ছে না,এক্সাম পেপার সহজ করে দেখা হইছে,পিছিয়ে থাকা স্টুডেন্ট গুলোর ভবিষ্যতে পড়াশোনা হচ্ছে বলে মনে হয় না।এত সংখ্যক পিছিয়ে থাকা স্টুডেন্টদের দ্বায় কিভাবে সামলাবে কারিগরি শিক্ষাবোর্ড? আই ফাক ইউর সিস্টেম
সাধারন ছাএদের জীবন টা আপনারা নষ্ট করে দিলেন। যেখানে জেনারেল লাইনে পড়াশোনা করা ছাএ দের পরীক্ষা না নিয়ে অটোপাশ দিয়ে দিলেন, আর আদের ১৮ মাসে এক টাও ক্লাস না নিয়ে পরীক্ষা। তার ওপর এতগুলো ছাএ কে ড্রপ আউট। ভাগ্য করে আবাল মারকা দেশে জন্ম নিছি।
আন্দোলন এর সময় অনেকেই বলছিল যে আমার অনেক ভালো প্রস্তুতি আছে এক্সাম হইলে পাশ করমু আজ তারা কোথাই?
জেনারেল দের অনেকেই অটো গোল্ডেন পাই আর আমরা তো পাশই করতে পারলাম না, পাশ বা কিভাবে করবে ক্লাস তো আর একটাও হয় নাই। সরকার যে ফাজলামু শুরু করছে তাতে কারিগরি শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে তাই আমাদের সবার ঐক্য থাকতে হবে আন্দোলন এর ডাক দিতে হবে এবং অধিকার আদায় করে নিতে হবে।