Tips & Tricks
LightShot – বেস্ট ফ্রি স্ক্রিনশট সফটওয়্যার
LightShot – বেস্ট ফ্রি স্ক্রিনশট সফটওয়্যার। LightShot খুবই লাইট একটি সফটওয়্যার কিন্তু কাজের দিকে মোটেও লাইট না, ওস্তাদ লেভেলের।
মেইন ফিচারস:- LightShot- এর মাধ্যমে আপনি খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন, এবং স্ক্রিনশট নেওয়ার সময় আপনি বেসিক কিছু এডিটও করতে পারবেন। এডিট এর জন্য কিছু টুলস দেওয়া আছে। যেমনঃ পেন টুলস – আপনি যদি কিছু ড্র করতে চান স্ক্রিনশট এর মধ্যে করতে পারবেন, এ ছাড়া লাইন, অ্যারো, মার্কার, রেসিট্যাঙ্গুলার টুলস এর সুযোগ সুবিধা পাবেন এই সফটওয়্যার-এ।
মজার ফিচারস:- ধরুন আপনি স্ক্রিনশট নিলেন কাউকে দেওয়ার জন্য, প্রথমে আপনাকে স্ক্রিনশট নিয়ে সেভ করে তারপর কোন মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সেন্ড করতে হবে। LightShot- এ অত ঝামেলা নেই, খুবই সিম্পল স্ক্রিনশট LightShot এর নিজস্ব সাইটে আপলোড করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে লিঙ্ক সেন্ড করতে পারবেন। শেয়ার বাটন এর পাশেই ” Upload to Prntscr. com ” বাটন পেয়ে যাবেন, ক্লিক করলে আপনাকে একটি লিঙ্ক পাবেন, ব্যাস ওই লিঙ্কে গেলে স্ক্রিনশট এর ফটো পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনশট শেয়ার, গুগলে সিমিলার ফটো সার্চ, ফটো কপি এবং লোকাল ফাইল হিসাবে সেভ করতে পারবেন।
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক – https://app.prntscr.com/download.html
Collected From: Sohag360
আরেকটা মজার ফিচার হচ্ছেঃ এটা দিয়ে স্নিপ করে আপলোড না করে Ctrl + c বা Copy বাটনে ক্লিক দিয়ে যাকে সেন্ড করবেন তার মেসেজ ফিল্ড এ ctrl + v দিলেই সেখানে আপলোড হয়ে যাবে।
(লিংক কপি করার ঝামেলা নাই)