১৯৭১ সালের ২৫ মার্চের কালাে রাতে পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের হাজার হাজার অসহায় বাঙালির নিধনের জন্য ঝাঁপিয়ে পড়ে। ২৬এ মার্চের প্রথম প্রহরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করা হয়। আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে স্বাধীনতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা, স্লোগান, বাণী। আশা করছি আপনাদের স্বাধীনতা বিষয়ক ও দেশাত্মবোধক উক্তি, স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা, স্লোগান, বাণী ভালো লাগবে।
বীর বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বেশ কিছুদিন পূর্ব থেকে প্রস্তুতি চলে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত, দিবসটি উদ্যাপনের জন্য বিভিন্ন গণমাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সারাদেশে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলিত হয়। শহরের স্টেডিয়ামগুলােতে বয়স্কাউট, গার্লস গাইড ও কচি-কাঁচাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রেডিও, টেলিভিশনে দেশরক্ষা বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। আলােচনা অনুষ্ঠান ও দেশাত্মবােধক গান পরিবেশিত হয়।
স্বাধীনতা নিয়ে উক্তি & স্ট্যাটাস:
যারা ফেসবুকে স্বাধীনতা নিয়ে স্ট্যাটাস দিতে চান। তাদের জন্য স্বাধীনতা নিয়ে স্ট্যাটাস। আপনারা দেখতে পারবেন স্বাধীনতা নিয়ে বাণী। সবার সাথে স্বাধীনতা নিয়ে উক্তি শেয়ার করবেন। বিখ্যাত স্বাধীনতার উক্তি এবং বাণী দেখে নিন। যারা ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবস নিয়ে উক্তি শেয়ার করতে চান। তাদের জন্য আজকের এই পোস্টের স্বাধীনতা দিবসের কিছু উক্তি তুলে ধরা হয়েছে।
- বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর – জীবনানন্দ দাশ
- স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। – শামসুর রাহমান
- যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
“লিবার্টি কখনও সরকারের কাছ থেকে আসে নি। লিবার্টি সর্বদা এর বিষয় থেকে এসেছে। স্বাধীনতার ইতিহাস প্রতিরোধের ইতিহাস ” – উডরো উইলসন
“আমরা ঘরে বসে এই স্বাধীনতা রক্ষা করতে পারি না।” – এডওয়ার্ড আর মুরো
“সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরণের স্বাধীনতা হ’ল আপনি যা হন তা হ’ল। আপনি একটি ভূমিকা জন্য আপনার বাস্তবতা বাণিজ্য। আপনি অনুভব করার ক্ষমতা ছেড়ে দেন এবং বিনিময়ে একটি মুখোশ পরে যান। ” – জিম মরিসন
“আপনি যদি এটির জন্য মরতে প্রস্তুত না হন তবে আপনার শব্দভাণ্ডারের বাইরে ‘স্বাধীনতা’ শব্দটি রাখুন” – ম্যালকম এক্স
“যখন সত্যকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না, স্বাধীনতা পূর্ণ হয় না।” – ভ্যাকলাভ হাভেল
“আমি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আপনি যা বিশ্বাস করেন তা করছেন এবং আপনার স্বপ্নের পিছনে যাচ্ছি” ” – ম্যাডোনা সিকন
“স্বাধীনতার ব্যয় সর্বদা বেশি, তবে আমেরিকানরা সর্বদা এটি প্রদান করে। এবং একটি পথ আমরা কখনই বেছে নেব না এবং তা হ’ল আত্মসমর্পণ বা জমা দেওয়ার পথ ” – জন এফ। কেনেডি
স্বাধীনতা দিবসের কবিতা
একটি পতাকা পেলে
– হেলাল হাফিজ
কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
কথা ছিলো একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’।
কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।
কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।
কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।
ছোটদের স্বাধীনতা দিবসের কবিতা
জয় বাংলা, বাংলার জয়
জয় বাংলা, বাংলার জয়,
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
বাংলার প্রতি ঘরে ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দৃপ্ত তারুণ্যে
নেই ভয়, হয় হোক রক্তের প্রচ্ছদ পট
তবু করিনা করিনা করিনা ভয়।।
অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তদ্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ওই কান্নার শব্দ।
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙ্গতে সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়, তিলে তিলে বাঙালীর এই পরাজয়
আমি করিনা করিনা করিনা ভয়।।
ভূখা আর বেকারের মিছিলটাকে যেন ওই
দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ
ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে।
বারবার ঘুঘু এসে খেয়ে যেত দেবনা তো আর ধান
বাংলার দুশমন তোষামুদী চাটুকার
সাবধান, সাবধান, সাবধান
এই দিন, সৃষ্টির উল্লাসে হবে রঙীন
আর মানিনা, মানিনা কোন সংশয়।।
মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।
মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই
লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,
রোগে শোকে ধুকে ধুকে মরছে
অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকদের আজ
মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই।
স্বাধীনতা দিবসের স্ট্যাটাস
প্রযুক্তির এই যুগে অন্যতম উপায় হচ্ছে স্ট্যাটাস দেওয়া। যেখানে আমরা একটি স্ট্যাটাসের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমাদের অনুভূতির কথা। সুতরাং আপনারা যারা স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের স্বাধীনতার অনুভূতি সকল মানুষের কাছে পৌঁছে দিতে চান তাদের জন্য আমরা নিম্নে কিছু স্ট্যাটাস নিয়ে এসেছি। এই সকল স্ট্যাটাস সমূহ আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোন একাউন্টে ব্যবহার করতে পারবেন।
“স্বাধীনতা কখনই স্বাধীন ছিল না।” – মেডগার এভারস
“যখন আমরা পুরো মূল্য পরিশোধ করি তখন আমরা স্বাধীনতা অর্জন করি।” – রবীন্দ্রনাথ ঠাকুর
“আমি বিশ্বাস করি আমেরিকাতে বাকস্বাধীনতা এবং ধর্মের স্বাধীনতা এক সাথে কাজ করে।” – কার্ক ক্যামেরন
“স্বাধীনতা হ’ল লোকেরা যা শুনতে চায় না তা বলার অধিকার” ” – জর্জ অরওয়েল
“শিল্প স্বাধীনতার কন্যা।” – ফ্রিডরিচ শিলার
“স্বাধীনতার গোপনীয়তা মানুষকে শিক্ষিত করার মধ্যে রয়েছে, অন্যদিকে অত্যাচারের গোপনীয়তা তাদের অজানা রাখার মধ্যে রয়েছে।” – ম্যাক্সিমিলিন রোবেস্পিয়ের
“আমার কাছে পাঙ্ক রক হ’ল স্বাধীনতা, সফল হওয়ার স্বাধীনতা, সফল না হওয়ার স্বাধীনতা, আপনি যারা হবেন তার স্বাধীনতা। এটা স্বাধীনতা। ” – পট্টি স্মিথ
স্বাধীনতা দিবসের ফেসবুক স্ট্যাটাস
যারা স্বাধীনতা দিবস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাদের জন্য স্বাধীনতা দিবস ফেসবুক স্ট্যাটাস এখানে দেওয়া হয়েছে। আপনারা কপি করে আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিতে পারেন। এতে করে সবাই স্বাধীনতা দিবস আরো ভালোভাবে পালন করতে পারবে।
আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি
– জিয়াউর রহমান
স্বাধীনতা তুমি – শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
– শামসুর রাহমান
স্বাধীনতা তুমি – রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার
– শামসুর রাহমান
স্বাধীনতা দিবসের স্লোগান -স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি
যেকোনো স্লোগান মানুষের মনের মধ্যে একটি উৎসাহ এবং উদ্দীপনা তৈরী করে। আর এই উৎসাহ-উদ্দীপনা ভবিষ্যতকে এগিয়ে যাওয়ার পথে অনেক উপকার বয়ে আনে।
**খোলা আসমান রক্ত প্রমান স্বাধীনতা তুমি, বড় বেশি দামি, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে**
**বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস আজ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা **
**বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। 30 লাখ শহীদের রক্তের ও দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা**
স্বাধীনতা মানব মনের একটি খোলা জানালা, যেখান দিয়ে মানুষের আত্মা ও মানবিক মর্যাদার আলো প্রবেশ করে। _হারবার্ট হুভার
“কিভাবে একটি দেশের নৈতিক অগ্রগতি এবং মহানুভবতা পরিমাপ করা যেতে পারে তারা পশুদের সাথে আচরণ করে।” – মহাত্মা গান্ধী
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী
যারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা SMS লিখে অনুসন্ধান করছেন। তাদের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এসএমএস তুলে ধরা হয়েছে। তাই সে তার স্বাধীনতা দিবস শুভেচ্ছা সবার সাথে শেয়ার করবেন।
স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর। – কাহলিল জিবরান
স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার। – মিল্টন
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতা দিবস স্ট্যাটাস ২০২২
এই দিনে সোশ্যল মিডিয়া প্লাটফর্মগুলোতেও সকলে বিভিন্ন শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে পিকচার, কবিতা, এসএমএস আদান প্রদান করে থাকে। তাই আপনি যদি ২৬ শে মার্চ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা বন্ধু, কলিগ, প্রিয়জন কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর মত এসএমএস, উক্তি, কবিতা, ছবি, উক্তি খুজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যে । কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা স্বাধীনতা দিবসের কালেকশন ও আরো থাকছে স্বাধীনতা দিবস এর বা ২৬শে মার্চ এর এসএমএস,কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস এম এস করতে পারেন। স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি ।
- ” এই স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য ভাগ্য এবং সাফল্য বয়ে আনুক। আমাদের দেশ আগামী বছরগুলিতে আরও অগ্রগতির পথে এগিয়ে চলুক। শুভ স্বাধীনতা দিবস ২০২২!
- ” আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ! আসুন আজকের এই দিনটি উদযাপন করি তাদের জন্য যারা আজ আমাদের স্বাধীনতার জন্য তাদের রক্ত ঝরিয়েছে। তারাই দেশের গৌরব অর্জনের যোগ্য।
- ” আজকের এই দিনটি এই মহান জাতির অংশ হয়ে গর্বিত বোধ করার একটি দিন। এই স্বাধীনতার চেতনা আমাদের সকলকে জীবনে সাফল্য এবং গৌরব অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাক। শুভ স্বাধীনতা দিবস ২০২২!
- আমরা সবাই খুব আলাদা, কিন্তু একটি জিনিস আছে যা আমাদের এক করে এবং তা হল স্বাধীনতা। আমাদের এটিকে সম্মান করা উচিত। এই সুন্দর স্বাধীনতা দিবস উপভোগ করুন!
- স্বাধীনতা দিবস উপলক্ষে, আমার একমাত্র কামনা হল, বাংলাদেশ সর্বদা উন্নতির পথে চলুক এবং বাংলাদেশিরা সর্বদা উন্নত দেশ তৈরির জন্য কাজ করুক। শুভ স্বাধীনতা দিবস ২০২২!
২৬ শে মার্চ এর সংক্ষিপ্ত বক্তব্য
- স্বাধীন দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। এর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো উচিত। যাঁদের ত্যাগের কারণে এই দিনটি আমরা পালন করতে পারছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
- প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশকে উন্নত করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করি এস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
- একটি রাষ্ট্র তার জনগণকে নিয়েই গড়ে ওঠে। তাঁদের কাজ ও অভিপ্রায় থেকে জানা যায় যে তাঁরা নিজের রাষ্ট্রের কেমন ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।