Make Money OnlineBloggingFreelancing

ব্লগিং শুরুটা করবেন কিভাবে?

ব্লগিং বলতে আসলে আগে বুঝাতো এমন একটা ওয়েবসাইট, যেটাতে কোন ব্যক্তি তার একান্তই ব্যক্তিগত মতামত/তথ্য/উপাত্ত প্রকাশ করতো। অনেকটা ব্যক্তিগত ডায়েরীর মত। আমরা যেমন ছোট বেলায় গান/কবিতা/ছড়া লিখতাম ডায়েরীতে, সেটারই ডিজিটাল ভার্সন হচ্ছে এই “ব্লগিং” । যেখানে ব্যক্তি তার একান্তই নিজস্ব চিন্তা-চেতনা অন্যান্যদের মাঝে ছড়িয়ে দেয়। তবে সময়ের আবর্তনে ব্লগিং এ এসেছে আমূল পরিবর্তন।
শুরুর দিকে মানুষ নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে লিখলেও এখন সেটা অনেকটাই প্রসারিত হয়েছে। যেমন ধরুন, আপনি খুব ভালো খেলা বুঝেন। খেলার প্রেডিকশন করতে পারেন, যে কোন খেলার উপর আপনার খুব ভালো অভিজ্ঞতা আছে। আপনি হয়তো সেটা প্রতিদিন ফেসবুকে প্রকাশ করে থাকেন। এখন একই বিষয় আপনি একটা ওয়েবসাইটে প্রকাশ করাই হচ্ছে ব্লগিং। আর যখন কোন ব্যক্তি তার ওয়েবসাইটে লেখালেখির (ব্লগিং) এর মাধ্যমে ইনকাম শুরু করেন, তখন সেটা হয়ে যায় প্রফেশনাল ব্লগিং।

ব্লগিং নিস সেলেকশন:

 
এখন ধরুন, আপনি যেহেতু খেলা নিয়ে খুব বেশী আগ্রহী। আর আপনি এই বিষয়ে খুব ভালো ধারণা রাখেন, সেহেতু আপনি এই Sports টপিকের উপর একটা ব্লগ শুরু করতে পারেন। তবে এর জন্যে অবশ্যই আপনার লেখার মান হতে হবে অনেক উন্নত। কারণ, আপনি যে বিষয়ের উপর লিখছেন, মনে রাখবেন সেই একই বিষয়ের উপর কিন্তু অন্যান্যরাও লিখছে। তাই, তাদের চেয়ে যত ভালো আপনি লিখতে পারবেন, তত বেশী পাঠক আপনার ব্লগ পড়তে আসবে। আর যদি আপনি ব্লগে ইনকামের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজীতে লেখালেখি করতে হবে। কারণ, বাংলায় আপনি শুধুমাত্র এদেশে পাঠক তৈরি করতে পারবেন, কিন্তু ইংরেজীতে লিখলে আপনি প্রায় সব দেশের পাঠক পাবেন। সুতরাং, আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে ব্লগিং করতে হবে।
 

শুরুটা করবেন কিভাবে:

প্রফেশনাল ব্লগিং শুরু করতে হলে আপনার প্রথমেই দরকার একটা Domian। আর Web Hosting । আর ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে অবশ্যই WordPress CMS ব্যবহার করবেন। কারণ, ওয়ার্ডপ্রেস SEO Friendly প্ল্যাটফর্ম।
 

কিভাবে ব্লগিং শুরু করবেন:

How To Start A Blog? চিন্তা নেই, চলুন Step By Step জেনে নেই। 
 
ওয়েবসাইট তো হয়ে গেলো। এবার আসুন অন্যান্য বিষয়ে। আমার মতে শুরুর দিকে আপনার মাথা থেকে ইনকামের ভুতটাকে সরিয়ে রাখুন। ইনকাম অবশ্যই করবেন, তবে শুরুতেই যদি আপনি ইনকামের চিন্তা করে ব্লগ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার মধ্যে অল্পতেই হতাশা চলে আসবে। একটা কথা ভালো করে মাথায় গেঁথে রাখুন “ব্লগিং এ শর্টকাট সাকসেস বলতে কিছু নেই“। আপনি আপনার ব্লগ এর জন্যে যা লিখবেন, তা যেন আপনার একান্তই মনের ভেতর থেকে আসে। যে লেখাটাই লিখবেন, সেটাকে ভালোবেসে লিখুন। যারা পড়বে তাদের কথা চিন্তা করে লিখুন। মনে রাখবেন, আপনি যত বেশী আপনার পাঠকদের কথা চিন্তা করে লিখবেন, আপনার ব্লগ ততবেশী জনপ্রিয়তা পাবে। আর যেখানে অনেক বেশী পাঠক, সেখানে ইনকামের রাস্তার অভাব নেই। আর পাঠক কিভাবে বাড়াবেন, সেই বিষয়ে আগামী পোস্টগুলোতে বিস্তারিত আলোচনা করব।
 

গুরুত্বপূর্ণ বিষয়:

  • ব্লগিং এর শুরুতে ইনকামের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
  • আপনার ব্লগের জন্যে যাই লিখবেন, সেটা মন থেকে লিখুন। পাঠকদের কথা চিন্তা করে লিখুন।
  • ব্লগিং এ শর্টকার্ট সাকসেস বলতে কিছু নেই। তাই, একটা লম্বা সময় আপনাকে ব্লগিং এর পেছনে পড়ে থাকতে হবে। সেই রকম মন-মনসিকতা ও প্রস্তুতি নিয়েই মাঠে নামুন।
  • অল্পতেই হতাশ হওয়ার কিছু নেই। এমন কোন ব্লগার বলতে পারবে না যে, সে খুব অল্প সময়েই সাকসেস পেয়েছে। (যদি কেউ বলে থাকে, তাইলে বুঝবেন সবই মিডিয়ার সৃষ্টি
  • এমন বিষয় নিয়ে ব্লগিং শুরু করুন, যেটা আপনি খুব ভালো জানেন। ধরুন, আপনার খুব বেশী আইডিয়া আছে খেলার উপর, তাহলে আপনি খেলার উপরই ব্লগ করুন। ভুলেও বিনোদন নিয়ে শুরু করতে যাবেন না। এতে করে মাঝপথে বিপদে পড়তে পারেন। কিংবা আপনার লেখা পাঠকদের পছন্দ নাও হতে পারে। কারণ, হোমিওপ্যাথীর ডাক্তার কে দিয়ে তো আপনি হার্টের অপারেশন করাতে পারবেন না।

 

লিখেছেন: অন্যরকম মানুষ

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button