FreelancingBloggingMake Money Online

ইভেন্ট ব্লগিং কি, ইভেন্ট ব্লগিং কিভাবে করবেন?

আজ থেকে ইভেন্ট ব্লগিং এর উপরে একটি সিরিজ পোস্ট করা শুরু করছি। যদিও আমাদের দেশে ইভেন্ট ব্লগারের সংখ্যা অনেক কম আর এই সংক্রান্ত লেখাও বাংলায় খুব একটা পাওয়া যায় না। তাই এই উদ্যোগটা নিলাম। এই বিষয়ে আপনাদের যে কোন মতামত, পরামর্শ কিংবা যে কোন প্রশ্ন সাদরে গ্রহণযোগ্য। তো চলুন, শুরু করা যাক।

ইভেন্ট ব্লগ কি?

ইভেন্ট ব্লগ কে আমরা সল্পমেয়াদী ব্লগ বলতে পারি। যা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্যেই করা হয়। তবে অনেক সময় তা ১-৭ দিন পর্যন্ত চলতে থাকে। এই ইভেন্ট ব্লগ গুলো করা হয় মূলত কিছু বিশেষ বিশেষ দিনকে টার্গেট করে কিছু বিশেষ নিশ বা টপিক নিয়ে। যেমন ধরুন Happy New Year 2021, IPL Matches 2021. এই ধরণের নিশ এর ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনেই HUGE সার্চ পরে। আর এই ধরণের নিশ থেকে আপনি একটি নির্দিষ্ট দিনে অনেক বেশী ইনকামও করতে পারবেন। উদাহরণসরূপ, নিচের চিত্রটি দেখুন।

ইভেন্ট ব্লগিং কি, ইভেন্ট ব্লগিং কিভাবে করবেন?

এটি “Happy New Year 2021” কিওয়ার্ডের সার্চ কুয়েরী’র একটি চিত্র। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন শুধুমাত্র December 2021 তে এই কিওয়ার্ডের উপর সার্চ পড়েছে 53 million !!! আর এই সার্চের ৯৯% ই পড়েছে 30 ডিসেম্বর 2020 থেকে 1st জানুয়ারী 2021 তারিখের মধ্যে। মাত্র ৩ দিন! কিন্তু, এই ৩ দিনেই এই কিওয়ার্ডের উপর যে পরিমাণ সার্চ পড়েছে। তা অনেক রেগুলার কিওয়ার্ডের সারা বছরের সার্চের চেয়েও কয়েক’শ গুণ বেশি!!

একবার ভাবুন, এই কিওয়ারডে যার ব্লগ SERP পজিশনে 1st পেজ এ ছিল, তাঁর ইনকাম কি পরিমান হতে পারে!!

এই Happy New Year 2021 এই রকম বেশ কিছু টপিক যেগুলোভ একটি নির্দিষ্ট দিনে সার্চের পরিমাণ বেড়ে যায়, সেই ধরণের নিশ গুলোকে আমরা ইভেন্ট বেসড নিশ বলি। আর যারা এই ধরনের টপিক নিয়ে ব্লগ করে, তাদের ব্লগ গুলো কে আমরা ইভেন্ট নিশড ব্লগ বলতে পারি, আর তাদেরকে ইভেন্ট ব্লগার বলি। এই হচ্ছে ইভেন্ট ব্লগিং এর সংজ্ঞা।

ইভেন্ট ব্লগ কেন করবেন?

এটা অনেক ব্লগারেরই প্রশ্ন, কেন ইভেন্ট ব্লগ করবো? এটার এমন কি সুবিধে আছে? তো আসুন, আমরা একটু জেনে নেই এই ইভেন্ট ব্লগের সুবিধে গুলো কি কি? আর কেন আপনি ইভেন্ট ব্লগ করবেন?

  • ইভেন্ট ব্লগে ইভেন্টের দিনে আপনি হিউজ ট্র্যাফিক পাবেন। যা আপনার রেগুলার ব্লগের চেয়েও অনেক অনেক গুণ বেশি।
  • আপনি খুব অল্প সময়ে ইভেন্ট ব্লগের মাধ্যমে বেশী ইনকাম করতে পারবেন।
  • ইভেন্ট ব্লগিং করা অনেক সহজ আর খুবই অল্প সময় লাগে।
  • আপনি ইভেন্ট ব্লগিং এর মাধ্যমে চাইলে আপনার ফেসবুক পেজ কিংবা টুইটারের Follower বাড়াতে পারবেন খুব সহজেই। যা আপনার ইনকামের পাশাপাশি বোনাস হিসেবে ধরে নিতে পারেন।
  • এটা সম্পূর্ণ বৈধ এবং এখানেও আপনাকে Quality Content দিয়েই শুরু করতে হবে।
  • এই ধরণের ব্লগে আপনি এ্যাডসেন্স থেকেই অনেক ইনকাম করতে পারবেন। পাশাপাশি গুগল এ্যাডসেন্স এর সাথে ব্যবহার করা যায় এমন অন্যান্য নেটওয়ার্ক থেকেও ইনকাম করতে পারবেন।

কিন্তু, এই ইভেন্ট ব্লগ শুধুমাত্র ইভেন্টের দিনেই আপনাকে রেভেনিউ দিতে পারবে। এরপর এই সাইট আপনার ইনকামের ক্ষেত্রে কোন কাজেই আসে না। এই সাইটের ভিজিটরও দেখবেন শূন্যের কোঠায় গিয়ে থামবে। অনেক ব্লগারই আছেন, যারা তাদের ইভেন্ট ব্লগ কে ইভেন্টের পর SEDO তে পার্ক করে দেন। কিন্তু, আপনি চাইলে এই ব্লগকে ব্যবহার করতে পারেন। আসুন, একটু জেনে নেই ইভেন্ট ব্লগ এর ক্ষেত্রে ইভেন্টের পর এই ব্লগ দিয়ে আপনি আরও কি কি করতে পারবেন?

কোন কোন নিশ নিয়ে ইভেন্ট ব্লগ করা যায়?

এখানে সংক্ষেপে কিছু ইভেন্ট বেসড নিশের আইডিয়া দিচ্ছি। এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ।

  • Happy New Year
  • Eid ul Fitr
  • Eid ul adha
  • Valentine’s Day
  • Halloween Day
  • Independence Day
  • Good Friday
  • Father Day
  • Mother Day
  • Christmas Day
  • Exam Result
  • Festivals(Eid, Holi, Raksha Bandan)
  • Cricket (IPL, ICC etc.)
  • Fotball/FIFA

ইভেন্টের শেষে কি করবেন?

  • সবার আগে আপনি আপনার এই ইভেন্ট ব্লগ থেকে প্রাপ্ত অভিজ্ঞতাটুকুর কথা ভাবুন। এই অভিজ্ঞতাই আপনাকে পরবর্তী ইভেন্টের ব্যাপারে মানসিক ভাবে শক্তিশালী করে তুলবে। তাই এই ধরণের ব্লগ থেকে অভিজ্ঞতা একটা বড় পাওয়া।
  • এই ইভেন্টের কন্টেন্ট গুলোও আপনি পরবর্তী (একই নিশের উপর যদি হয়) ইভেন্টেও ব্যবহার করতে পারবেন।
  • এই ইভেন্ট থেকে পাওয়া ফেসবুক পেজের লাইক কিংবা টুইটার Follower দের কেও আপনি ব্যবহার করতে পারবেন। অনেকেই আছেন, যারা ইভেন্ট এর দিনে ই-মেইল সংগ্রহ করে। যা দিয়ে তারা পরবরতীতে CPA Offer পাঠায় এছাড়াও বিভিন্ন প্রমোশনমুলক কাজে ব্যবহার করে।
  • আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ইভেন্ট ব্লগকে কে সফল করতে আপনার অনেক বেশি পরিমান ব্যাকলিঙ্ক করতে হয়, যা পরবর্তী ইভেন্টের জন্যে আপনি সংগ্রহ করে রাখতে পারেন।
  • আপনি চাইলে ব্লগের টপিক নিশের সাথে মিল রেখে কিছুটা পরিবর্তনও করতে পারেন। এতে করে আপনার রেগুলার ভিজিটরও পাবেন।

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button