Admission

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

প্রতিবছর লাখো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমিত সংখ্যক আসনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে। এই হাড্ডাহাড্ডি লড়াই করে কিছু মার্কের ব্যবধান এর জন্য কেউ পেয়ে যায় সোনার হরিণ আবার কেউবা পেতে গিয়েও একটুর জন্য বিফল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি স্বপ্নের বিষয়,অনেক শিক্ষার্থী ছোট থেকে নিজের ভেতরে লালন করে স্বপ্নটি। ঢাকার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।  19২1 সালে ব্রিটিশ রাজত্বকালে এটি প্রতিষ্ঠিত হয়, এটি বাংলাদেশের আধুনিক ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 2022 বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা সবাই তাদের নিজ নিজ প্রস্তুতি নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ন অংশ হল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুটিনাটি বিষয় জানা ।ঢাকা বিশ্ববিদ্যালয় ক,খ,গ ঘ ইউনিট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছ   কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরী। কারন বিভিন্ন ইউনিট সম্পর্কে ভাল ভাবে না জানলে ভালভাবে প্রস্ততি গ্রহন করা যায় না। আমরা চেষ্টা করব ঢাকা বিশ্বাবদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কে তােমাদের সুস্পষ্ট ধারনা দিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন: 

প্রথমে আগের কিছুমান বন্টনের কথা বলি। পূর্বের নিয়ম অনুযায়ী 200 নম্বরের মধ্যে পরীক্ষায় সরাসরি আসত 1২০ নাম্বার। আর বাকি 80 নাম্বার আসত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা  সমমান পরীক্ষার জিপিএ থেকে এটা থেকে পরিবর্তন এসেছে। 200 নম্বর থেকে 100 আসবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা  সমমান পরীক্ষার জিপিএ থেকে বাকি ১০০ নম্বর আসবে ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষা থেকে।

সময় বন্টন: 

সময় বন্টনের ক্ষেত্রে আগের মতোই ১ ঘন্টা ৩০ মিনিট রাখা হয়েছে। তবে এবার যেহেতু দুই ভাগে পরীক্ষা হবে, তাই সময়ের হিসাবে থাকছে কিছু ভিন্নতা। বহু নির্বাচনী পরীক্ষার জন্য সময় রাখা হয়েছে ৪০ মিনিট। অর্থার ৪০ মিনিট সময়ের মাঝে তোমার ৬০ নম্বরের বহু নির্বাচনী দাগাতে হবে। আর লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ রয়েছে ৫০ মিনিট।লিখিত অংশে প্রশ্ন থাকবে সকল সংক্ষিপ্ত উত্তরের জন্য। বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষার জন্য আলাদা আলাদা উত্তরপত্র সরবরাহ করা হবে। একটি পরীক্ষা শেষ হলে, তার উত্তরপত্র সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য প্রশ্ন ও উত্তরপত্র দেয়া হবে। তবে বহু নির্বাচনী পরীক্ষা আগে হবে নাকি লিখিত পরীক্ষা আগে হবে সেটি জানা যাবে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশের পর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ক ইউনিট

ক ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য (আবশ্যিক) হল,পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং ,ইংরেজি ,বাংলা, জীববিজ্ঞান ,গণিত সাবজেক্ট গুলো প্রিপারেশন নিতে হয়। ক ইউনিটের অনেক শিক্ষার্থীর পছন্দের ডিপার্টমেন্ট হলো ফার্মেসি। ক ইউনিটে ভালো ফলাফল করতে পারলে ফার্মেসিতে পড়ার সুযোগ আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি প্রস্তুতি

খ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য বাংলা অথবা Elective English, সাধারণ ইংলিশ, সাধারণ জ্ঞান সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়। আপনার যদি আপনার লক্ষ্যকে ঠিক রেখে এই বিষয়গুলোর উপর কঠিন পরিশ্রম করে প্রিপারেশন নিতে পারেন। তাহলে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আপনি ভাল সাবজেক্টে চান্স পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি প্রস্তুতি

ইংরেজি গ্রামারের প্রশ্নের জন্য Cliffs Toefl, বা Barron’s Toefl বা Lecture Sheet উদাহরণ ও অনুশীলনীসহ ভালো করে পড়বে। Vocabulary, Group Verb, Phrase and Idioms, Appropriate Preposition ইত্যাদি টপিকের যা যা পড়া আছে, তা-ই আবার রিভিশন দাও। এগুলো থেকে কমন পাওয়া কিছুটা দুষ্কর হলেও অসম্ভব না। তাই আপাতত এদিকে বেশি সময় না দেওয়াই ভালো। বেশি জোর দেবে গ্রামার অংশে। প্রতিবছর গ্রামার থেকে ১০-১২টি প্রশ্ন থাকে। Right form of verbs, Narration, Article, Tag Question, Sentence ও Parts of Speech-এর নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে।

গ্রামারের ব্যতিক্রম নিয়মগুলো সম্পর্কে যেন স্বচ্ছ ধারণা থাকে। আগের বছরের প্রশ্নগুলো খেয়াল করলে দেখবে- ব্যতিক্রম নিয়মগুলো থেকেই প্রশ্ন এসেছে। ইংরেজি প্রথম পত্রের কবিতা ও কবির নাম, কবিতার প্রথম ও শেষ লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। উইলিয়াম শেকসপিয়ার সম্পর্কিত তথ্যগুলো মনে রাখবে। এর সঙ্গে Lesson ২-এর The Unforgettable History-এর ওপর যেন ভালো দখল থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি প্রস্তুতি

ঢাবির ঘ ইউনিটে আসলে সব গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। এটাকে বলে “সাবজেক্ট পরিবর্তন ইউনিট”। মানে এইচএসসি তে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো, ঘ ইউনিটে চান্স পেলে তাকে ঘ ইউনিটের অধীনে থাকা বিজ্ঞান বিভাগের বিষয় বাদ দিয়ে মানবিক বিভাগ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় নিয়ে পড়তে হবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ও এক নিয়ম। DU D Unit Subjects

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button