পাসপোর্ট ও ভিসামোবাইল ব্যাংকিং

বাংলাদেশ থেকে পাকিস্তানে কিভাবে কোন ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন?

How To Send Money From Bangladesh To Pakistan?

বাংলাদেশ থেকে পাকিস্তানে কিভাবে কোন ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন? লিগ্যাল কোনো উপায় নাই দেশের বাহিরে টাকা পাঠানোর, যদি কোনো পণ্য কিনেন তাহলে ব্যাংক থেকে T/T payments করা যাবে, পাকিস্তানি হাবিব ব্যাংক থাকলেও তারা আপনার টাকা দেশের বাহিরে পাঠাতে পারবে না, দেশের বাহিরে থেকে শুধু টাকা আসবে। অন্য যেসব উপায়ে পাঠানো হয় সেটা ইলিগ্যাল।

তবে দেশের বাহিরে কেউ থাকলে তার মাধ্যমে পাঠান, যেমন ধরেন মিডেল ইস্টে আপনার পরিচিত কেউ আছে তাকে টাকাটা দিয়ে দিন সেই মিডিল ইস্টের দেশগুলো থেকে পাকিস্তান সেন্ড করে দেবে।

বাংলাদেশ থেকে পাকিস্তানে কিভাবে কোন ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন?

বৈধ কোন উপায় নেই তবে যা আছে সেটা হচ্ছে আপনার যদি ডুয়েল কারেন্সি কোন ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে সেই কার্ড দিয়ে আপনি রেমিটলি, ট্রানস্ফেরোয়াইজ বা পেওনিয়ার দিয়ে পাঠাতে পারেন। এখানে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের ব্যাংক গুলি তাদের কার্ড এই সমস্ত কোম্পানিগুলোর কাছে সার্ভিস প্রদান করা বন্ধ রেখেছে।

সবচেয়ে ভাল হবে আপনার চেনা পরিচিত কোন ফ্রীলান্সার এর সাথে যোগাযোগ করা। কারণ তাদের কাছে প্রায়ই ফরেন কারেন্সি থেকে থাকে, যা তারা চাইলেই আপনার জন্য অন্য কাউকে পাঠাতে পারবে। যদিও এটা লিগাল কিন্তু আপনি যদি টাকার মাধ্যমে তার সাথে কোনো লেনদেন করেন সেটা আবার অবৈধ পর্যায়ে পড়ে যায়। এক্ষেত্রে নিজ দায়িত্বে লেনদেন করবেন।

Contact Information:
Bank Of Pakistan Gulshan-1
Habib Bank Gulshsn -1
https://www.nbp-bd.com/
http://globalhbl.com/Bangladesh/contact-us.php

How to send money from Bangladesh to Pakistan? How to send money from any bank? There is no legal way to send money out of the country, if you buy any product then T / T payments can be made from the bank, even if there is Pakistani Habib Bank, they will not be able to send your money out of the country, only money will come from outside in our country. The other way it is sent is illegal.

How To Send Money From Bangladesh To Pakistan?

But if there is someone outside the country, send it through him, for example, if you have someone you know in the Middle East, give him the money and Pakistan will send him from those Middle East countries.

There is no legal way, but if you have a dual currency debit or credit card, you can send it remittance, transfer, or pioneer. A big problem here is that the banks in our country have stopped providing their cards to all these companies.

It is best to contact a freelancer you know. Because they often have foreign currency, which they can send to someone else for you if they want. Although it is legal if you do any transaction with it through money then it falls into an illegal level again. In this case, do the transaction at your own risk.

How To Send Money From Bangladesh To Pakistan From Any Bank?

Habib Bank Contact Information:

  • Bank Of Pakistan Gulshan-1
  • Habib Bank Gulshsn -1
  • Official website: http://globalhbl.com/Bangladesh/contact-us.php
  • National bank of Pakistan: https://www.nbp-bd.com/

মজার কিছু ঘটনা

কিছু মানুষ এসে বলবে, তারা আমাদের উপর কি নির্যাতন টাই না করে গেছে আর আপনি টাকা পাঠাবেন ওদের দেশে!! আপনি তো মিয়া দেশদ্রোহী। একবার এক ফ্রেন্ড কে বলছিলাম, পাকিস্তান ট্যুর এর ব্যপারে, সে লজিক দিলো পাকিস্তান এ ট্যুর দিলে পাকিস্তানি রা টাকা পাবে, পাকিস্তান সরকার রাজস্ব পাবে তাই সে যাবে না।

পাকিস্তান ট্যুর দিয়ে আসেন তারপরে ৬-৮ মাস যে কি পরিমান হ্যাজলের উপর দিয়ে যাইতে হবে কল্পনারও বাইরে। কমপক্ষে পরবর্তী ৬ মাস আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতেও থাকতে পারেন। আর একবার পাসপোর্টে পাকিস্তানের ভিসা থাকলে ভারতীয় ভিসা পাওয়ার আশা ওই পাসপোর্টের মেয়াদকাল পর্যন্ত ছেড়ে দিতে হবে। অন্য অনেক দেশেও ভিসা দিতে গড়িমসি করবে। পশ্চিমা অনেক দেশের এ্যাম্বাসী সরাসরি পাসপোর্ট রিজেক্টেড করে দিতে পারে।

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button