NewsTravel

বাংলাদেশ রেলওয়ে রেজিস্ট্রেশন, ট্রেনের টিকিট ক্রয় www eticket.railway.gov.bd

জেনে নিন ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে আপাতত কোনো অ্যাপ নয়, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনা যাবে বাংলাদেশ রেলওয়ে রেজিস্ট্রেশন, ট্রেনের টিকিট ক্রয় www eticket.railway.gov.bd

 

যেভাবে রেজিস্ট্রেশন করতে হবে www eticket.railway.gov.bd

নতুন প্রক্রিয়ায় ট্রেনে ভ্রমণের জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ  করতে হবে। ওয়েবসাইটের নিচের দিকে “Registration” অপশনে ক্লিক করলে “Create an Account” নামের নতুন একটি পেজ আসবে।

সেখানে “Personal Information” সংশ্লিষ্ট খালি অংশে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। এরপর “Security code” অপশনের পাশে দেখানো কোড দিয়ে পূরণ করে “Register” অপশনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি পেজ আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেওয়া ই-মেইলে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি ই-মেইল পাঠানো হবে। মেইলটি খুললে সেখানে “Click” অপশন থাকবে, লিংকটিতে ক্লিক করলে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

⇒Register Now⇒

যেভাবে টিকিট কিনবেন www eticket.railway.gov.bd

সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরই কেবল নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে ঢুকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ঢুকলেই “Log in”-এর প্যানেল আসবে। প্যানেলে ই-মেইল (যে ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হবে), পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে “Log in” অপশনে ক্লিক করতে হবে। এরপর আসবে “Purchase ticket” অপশন।

ওই পেজ থেকে আপনি কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, ভ্রমণের তারিখ, শ্রেণি (শোভন, এসি চেয়ার ও কেবিন) ও টিকিট সংখ্যা জানিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে।

⇒Register Now⇒

এরপর যদি ওই ট্রেনের টিকিট বা আসন ফাঁকা থাকা তবে “Registration Seat Available” বলে জানানো হবে। একইসঙ্গে টিকিটের দাম জানিয়ে দেওয়া হবে। যাত্রীকে এবার “Purchase ticket” অপশনে ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ হলে কিছুক্ষণের মধ্যে যাত্রীর ই-মেইলে (রেজিস্ট্রেশনে দেওয়া) টিকিট পাঠিয়ে দেওয়া হবে।

ই-মেইলে পাঠানো টিকিটটি প্রিন্ট করে ছবি ও আইডি কার্ডসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আধাঘণ্টা আগে ছাপানো টিকিটটি সংগ্রহ করতে হবে

⇒Register Now⇒

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button