Information
মায়ের ঠান্ডা লাগার কারনে কি নবজাতক বাচ্চার ঠান্ডা লাগতে পারে?
মায়ের ঠান্ডা লাগার কারনে কি নবজাতক বাচ্চার ঠান্ডা লাগতে পারে? একটা বড় অংশের মায়েরা নবজাতকের ঠান্ডা লাগা নিয়ে জানতে চেয়েছেন । অনেক মায়েরা বাচ্চা ঠান্ডায় মারা গেছে বলে জানিয়েছেন ।এটা শোনার পর অনেকেই উদ্ভিগ্ন কারন অনেকেরই এলার্জি আছে জন্মের পর বাচ্চার কি ঠান্ডা লাগতে পারে কিনা সেটা নিয়ে ।সবার ধারনা বাচ্চা মারা গেছে বা শ্বাস নিতে পারে নাই মানেই হচ্ছে বাচ্চা ঠান্ডা লেগে মারা গেছে।
একটি এলাকার জনসংখ্যার উপরে ICDDRB রিসার্চের রেকর্ডে (2002-2004 ) দেখা যায় এই দুই বছরে 11291 টি শিশুর মধ্যে 365 টি শিশু মারা যায় ।মানে প্রতি 1000 জনে 32.3 জন । এর মধ্যে 37 শতাংশ জন্মের দুই ঘন্টার মধ্যেই মারা যায় ।76 শতাংশ মারা যায় 3 দিনের মধ্যে ,84% মারা যায় 7 দিনের মধ্যে ।16% মারা যায় 8-28 দিনের মধ্য ।
আসলেই কি বাচ্চা ঠান্ডা লেগে মারা যায় ?
নবজাতকের মৃত্যুর কারন
1 . বার্থ এসফেক্সিয়া ( শরীরের প্রধান অংগে অক্সিজেন না পাওয়া যার কারনে শ্বাসকষ্ট ) 45 % নবজাতকের মৃত্যুর কারন
2.প্রি ম্যাচিউর বেবি বা লো বার্থ ওয়েট (15%মারা যায় মানে )
3.সেপসিস রক্তে ইনফেকশন বা মেনিনজাইটিস ব্রেইনে ইনফেকশনে 12 %
4.শ্বাসকষ্ট 7 % এবং নিউমোনিয়া তে 5 %
5.এছাড়াও কনজেনিটাল এনোমালি (বড় অর্গানে সমস্যা হওয়া )
এইরোগ গুলোর সাথে আপনার ঠান্ডা লাগার সম্পর্ক কি ?
উপরের যে 5 টা কারন বললাম এই 5 টা কেন হয় এটা যদি ব্যাখা করি তাহলে 10 পৃষ্ঠা চলে যাবে ।যারা বুঝতে চাচ্ছেন তাদের জন্য সংক্ষেপে কয়েকটা কারন বলি
- সময়ের আগে পানি ভেংগে যাওয়া
- প্রলং লেবার বা মা যে সময়ে বাচ্চা হয়ে যাওয়া বা মুখ খুলে ডেলিভারি হওয়ার কথা সেই সময়ের মধ্যে হয় না এবং টানা বাচ্চা কষ্ট পায়
- প্রলং লেবারে হাগু করে দেয়া এবং সেটা লাংসে /পেটে যাওয়া যার ফলে ইনফেকশন এবং শ্বাসকষ্ট হওয়া ।
- মায়ের বার্থ ক্যানাল বা মাসিকের পথে কোন ইনফেকশন থাকা ।
- বাচ্চার বিভিন্ন অংগ যেমন হার্ট লাংস ইত্যাদি পুরাপুরি ডেপলপ না হওয়া
- বাইরে থেকে বাচ্চা কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া ।
আমার গ্রুপের যেসব মায়েদের বাচ্চা মারা গেছে এদের হিস্ট্রি নিয়ে দেখা গেছে প্রায় প্রত্যেকের প্রলং লেবারের হিস্ট্রি ছিলো ।
এই ডক্টররা এপিশিওটমি দেন ,প্রয়োজন ছাড়া ব্যথা ওঠার ওষুধ দেয়না ,বাচ্চা জন্মানোর পরে বাচ্চার রুমে অতিরিক্ত লোক আসতে বারন করে এবং সব চেয়ে ইমপর্ট্যান্ট বুকের দুধ খাওয়াতে বলে এর পিছনে কিন্তু যথেষ্ট কারন বিদ্যমান ।
সাধারণত হাই রিক্স মায়েদের বেবিদের এসব সমস্যা বেশি হয়। তাই মায়ের হাচি কাশি মানেই যে বাচ্চার ঠান্ডা লাগা ব্যপারটা তেমন নয় । সঠিক পুষ্টি গ্রহন করা ,স্ট্রেস ফ্রি জীবন এবং বাসায় দিনের পর দিন ব্যথায় ভুগতে না থাকা এবং পানি ভেংগে বাসায় ডেলিভারি না করানোর অনুরোধ রইলো।
ডা.মাহমুদা মিতু- MBBS ( DU)