Health
কোভিড টীকা- শিশুদের কোভিড প্রতিরোধের উপায়?
কোভিড টীকা- শিশুদের কোভিড প্রতিরোধের উপায়। করোনা প্রতিরোধ এর উপায় এখন তিনটি-
১। মাস্ক পড়া ও হাত ধৌত করণ
২। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলা
৩। টিকা
কিন্তু ১৮ বছর বয়সের আগে টিকা গ্রহণ এখনো প্রচলিত নয় বিধায় শিশুরা ঝুঁকির মধ্যেই রয়ে গেছে। এবং আমরা হাসপাতালে কোভিড আক্রান্ত অনেক শিশুকেই অসুস্থ অবস্থায় পাচ্ছি। শিশু ডাক্তার হিসেবে আমি বলতে চাই, অভিভাবক হিসেবে আপনিই পারেন করোনার বিরুদ্ধে আপনার শিশুর সঠিক প্রোটেকশন দিতে।
পরামর্শঃ
১। অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব সবার আগে। আপনি মাস্ক পড়ুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রয়োজনে বাইরে গেলেও বাইরে থেকে এসে প্রথমে নিজেকে পরিস্কার করুন, এবং অবশ্যই অবশ্যই টিকা নিন।
২। আপনি গর্ভবতী (১২/১৪ থেকে ৩৩ সপ্তাহ) বা ল্যাক্টেটিং মা হলেও টিকা নিন। ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় জানা গেছে গর্ভবতী ও ল্যাক্টেটিং মায়ের জন্য টিকা নিরাপদ।** এতে আপনি এবং আপনার নবজাতক বা দুধের শিশু নিরাপদ থাকবেন।
৩। আপনার শিশুকে করোনা রোগ সম্পর্কে অবহিত করুন। বুঝদার শিশুকে রোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, পরিনতি সম্পর্কে জানান, স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করুন। শিশুদের মাস্ক পড়া, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি সম্পর্কে শিক্ষা দিন। শিশুদের নিয়ে সামাজিক অনুষ্ঠান, বাজার অর্থাৎ গণজমায়েত হয় এমন জায়গায় যাবেন না।
৪। পরিবারের কারোও করোনার উপসর্গ দেখা দিলে, শিশুদের থেকে সেই সদস্য কে আলাদা রাখুন। প্রয়োজনে বাড়িতেও মাস্ক পড়ুন, শিশুদের সামনে হাঁচি- কাশি পরিহার করুন।
৫। শিশুদের করোনা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার এর পরামর্শ গ্রহন করবেন।
ধন্যবাদান্তে
ডা. মোঃ কায়সার মাহমুদ
শিশু রোগ চিকিৎসক
**Source: ACOG( আমেরিকা ), RCOG( ইংল্যান্ড), FOGSI( ইন্ডিয়া), SOGC( কানাডা),OGSB (বাংলাদেশ) ও বিশ্বের সব গাইনী সংস্থার সাথে একমত হয়েছে।