Information

পিপ্রেইড মিটারের সকল দরকারি কোড

পিপ্রেইড মিটারের সকল দরকারি কোড। বাংলাদেশ সরকার সারাদেশে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করে ২০১৭ সালের মাঝামাঝি থেকে। বর্তমানে বাংলাদেশে পিডিবি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো এবং পল্লি বিদ্যুৎ সহ সব মিলিয়ে প্রায় ১০ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী আছে। এবং সবাইকে প্রিপেইড মিটারের আওতায় আনার জন্য কোম্পানিগুলো নিরলস কাজ করে যাচ্ছে। প্রিপেইড মিটারে ব্যালেন্স টপ আপ, ব্যালেন্স, চেকসহ আরো অনেক দরকারি কোড আছে যা আপনার জানা থাকা অত্যন্ত জরুরী।

 

প্রিপেইড মিটারের প্রকারভেদ:

বাংলাদেশে সরবরাহকৃত বিদ্যুতের প্রিপেইড মিটার দু’রকমের হয়ে থাকে।

  1. কিপ্যাড টাইপ: “ইউনিট ট্রান্সফার সিস্টেম” এবং “কারেন্সি ট্রান্সফার সিস্টেম” – এ দু’ধরনের টেকনোলজিই এতে রয়েছে। এ মিটারে টাকা রিচার্জ করা, ব্যালেন্স দেখা ইত্যাদি কাজ বোতাম টিপে টিপে করতে হয়।
  2. স্মার্ট কার্ড টাইপ: কেবল “কারেন্সি ট্রান্সফার সিস্টেম” টেকনোলজি এতে রয়েছে। গ্রাহককে সরবরাহকৃত স্মার্ট কার্ডটি ভেন্ডিং স্টেশন থেকে রিচার্জ করে মিটারের নির্দিষ্ট জায়গায় পাঞ্চ করার মাধ্যমে টাকা রিচার্জ করা যায়।
ডায়াল কোডযা হবে / যা জানা যাবে
৮০০এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট
801বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা)
802তারিখ
803সময়
806মিটার বিচ্ছিন্নের কারণ
808বর্তমানে চলমান লোড (কিঃওঃ)
810এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত)
814চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট)
815সর্বশেষ রিচার্জ এর তারিখ
816সর্বশেষ রিচার্জ সময়
817সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা)
830সর্বশেষ রিচার্জ টোকেন
869সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ)
886বর্তমান চলমান রেট (টাকা)
887বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা)
889বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর
922চলতি মাসে ব্যবহৃত টাকা

Prepaid Meter Emergency  Code In Bangladesh

1. Check prepaid meter balance- 801
2. Find out the connected load-  869
3. Know your Prepaid Meter Number- 804
4. Present load- 808
5. Electric meter emergency Balance- 810
6. digital meter sound off code- 812
7. Previous Recharge balance time and date-816
8. To know your Token number- 830
9. Prepaid meter emergency balance activation dial 811 (50 BDT)

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button