Information
আপনি কি জানেন হাইবারনেট কি? কিভাবে কাজ করে হাইবারনেট? Hibernate
আপনি কি জানেন হাইবারনেট কি? কিভাবে কাজ করে হাইবারনেট?
কম্পিউটার বন্ধ করে দিলে অন থাকা অবস্থায় আপনি যে সব সফটওয়্যার রানিং থাকে, ওই সব সফটওয়্যার এর ডাটা সেভ হয়ে থাকে । আপনি যখন পুনরায় কম্পিউটার অন করবেন তখন ঠিক আগের মতই সব কিছু পাবেন। যে যে সফটওয়্যার ওপেন ছিল সব কিছুই আগের মত পাবেন।
আপনি Windows, Ubuntu, Linux যেটার ব্যবহারকারী হন না কেন, আপনি এই সুবিধাটা পাবেন।
আপনি যদি Windows ইউজার হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথমে সার্চ অপশন থেকে সার্চ করুন “ Power & Sleep “ তারপর সিলেক্ট করুন “ Additional Power Settings “ তারপরে উপরের বাম দিক থেকে “Choose What’s the Power Buttons Do” নামক অপশনে যেতে হবে তার পরে “Change Settings that are Currently Unavailable” অপশনে ক্লিক করে নীচের দিক থেকে Hibernate অপশনটা মার্ক করে দিন। অটোমেটিক “Hibernate” অপশন চলে আসবে, যদি না আসে তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন ,ইনশাআল্লাহ চলে আসবে।
শেয়ার করে অন্য কে জানাতে সাহায্য করুন