গবেষকরা বলছেন ভিডিওগেমস ব্রেইনের অনেক উন্নতি ঘটায়! সত্যিই কি তাই?
গবেষকরা বলছেন ভিডিওগেমস ব্রেইনের অনেক উন্নতি ঘটায়! সত্যিই কি তাই? ফেসবুকে আমরা শুনতে পাই বিভিন্ন গেমিং গ্রুপ এবং গেমাররা এসব প্রচার করে থাকে। যেমন ভিডিও গেমস, মোবাইল গেমস ব্রেনের অনেক উন্নতি করে। তার মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগ বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পায়।
শুধু তাই নয় কেউ যদি ডিপ্রেশনে থাক সে যদি ভিডিও গেমস খেলে তাহলে তার ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে। কিন্তু সত্যি হলো আপনি ডিপ্রেশনে থাকা অবস্থায় যতক্ষণ গেম খেলবেন ততক্ষন আপনার গেমের প্রতি মনোযোগ থাকবে। যখন গেম খেলা শেষ করবেন তখন আপনার মন আবার আগের মত হয়ে যাবে। অর্থাৎ আপনি আবার ডিপ্রেশনে পড়েযাবেন। ভিডিওগেমস মনোযোগ এতোই বৃদ্ধি করছে যে, পড়তে বসলেও গেমের কথায় মনে হবে আপনার।
ভিডিওগেমস ব্রেইনের অনেক উন্নতি ঘটায়?
ভিডিও গেইমের যতগুলো পজিটিভ দিক আছে তার চাইতে হাজারগুন বেশী নেগেটিভ দিক রয়েছে। এখন এই গভেষক কারা? হয়তো ভিডিও গেইম প্রতিষ্ঠানের কোনো একদল মার্কেটিং ডেভেলপার! এ ছাড়া আর কেউ না।ভিডিওগেমস চোখের বারোটা বাজিয়ে দেয়। হতাশা কমবে ভিডিও গেইম খেলে? এটা জাষ্ট জোক্স ছাড়া আর কিছু না।
ভিডিও গেইমের ক্ষতিকর দিকগুলো:
- গেমে কেনাকাটা
- অপরিচিত বন্ধু
- পরিবারকে সময় না দেওয়া
- কারো সঙ্গে মিশতে না পারা
- ঘুম না পারা
- খাওয়া-দাওয়ায় অনিয়ম
- মেজাজ খিটমিটে
- বাবা মায়ের অবাধ্য