Information

Class 6 Assignment Answer 2024 ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান 2024

Download Class 6 Assignment Solution for Bangla, English, Math, Science, Home Science, Bangla, ICT, Religious Studies and other subjects

সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভাল আছো। আমাদের পেইজে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান। ইতিমধ্যেই তোমরা সকলেই জানো যে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ড বিভিন্ন পরিক্ষা স্থগিত করেছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরিক্ষার পরিবর্তে অন্যভাবে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে । তাই এসব শিক্ষার্থীদের এস্যাইনঅমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।

সিক্স থেকে শুরু করে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত হয়েছে এই এসাইনমেন্ট সিলেবাস। আপনাদের সুবিধার জন্য আমরা প্রতিটি ক্লাসের জন্য আলাদাভাবে সিলেবাস ভাগ করেছি। আমাদের এই আর্টিকেলটি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট সিলেবাস এর উপর রচিত।যে সকল শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত আছেন তাদের জন্য সাপ্তাহিক ভিত্তিতে এসাইনমেন্ট প্রদান করা হয়েছে। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের যে বিষয়ে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হয়েছে সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন।

সবার জন্য সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা আপনাদের সবার কথা চিন্তা করে আজকের পোস্টও সপ্তম শ্রেণির রসায়ন সমাধান ২০২১ দিয়েছি। আপনারা এখান থেকে খুব সহজেই সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান জানতে পারবেন। তাই ৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান জানতে নিচের অংশ খেয়াল করুন।

আমাদের ওয়েবসাইট থেকে এসাইনমেন্ট এর সকল সমাধানসহ সুন্দরভাবে উত্তর পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে দেখুন। ষষ্ঠ শ্রেণির ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর ভাবে এবং গঠনমূলকভাবে প্রকাশ করেছি।

ফলে একজন শিক্ষার্থী তার বুদ্ধিমত্তা মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে খুব সুন্দরভাবে তাদের এসাইনমেন্ট এর খাতাগুলো তৈরি করতে পারবে।

প্রথম সপ্তাহ এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী ২০২১

বর্তমানে করোনা পরিস্থিতির জন্যে যে এস্যাইনমেন্ট এর কথা বলা হয়েছে তার সিলেবাসটি অনেক সংক্ষিপ্ত করে করা হয়েছে। সীমিত আকারে কিছু সিলেবাস দিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের । এরপর তারা এগুলো বাড়িতে নিয়ে যায় এবং বাসায় থেকে কুমপ্লিট করে আবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেয় । তাই অবশ্যই নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক সিলেবাসটি কালেক্ট করা উচিত। কারন, যেহেতু নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সিলেবাস প্রদান করা হয় তাই মূল্যায়ণের সুবিদার্থে সঠিক সিলেবাস অনুসরষষ্ঠ শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট এর উত্তর।

৬ষ্ঠ শ্রেণীর ইংরেজী এস্যাইনমেন্ট লেখার নিয়ম;

কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখত হবে সেটা হল , যেহেতু এটা ইংরেজী এস্যাইনমেন্ট তাই টাইটেল বার বা হিডিংস্‌ গুলা ইংরেজীতেই লিখার চেস্টা করবে । সবসময় চেস্টা করবে যে কিভাবে একটি এস্যাইনমেন্ট সাজিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় । কারণ ইংরেজী এস্যাইনমেন্টে সৌন্দর্যটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

৬ষ্ঠ শ্রেণীর বাংলা এস্যাইনমেন্ট লেখার নিয়ম;

কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখত হবে সেটা হল , যেহেতু এটা বাংলা এস্যাইনমেন্ট তাই টাইটেল বার বা হিডিংস্‌ গুলা বাংলা তেই লিখার চেস্টা করবে । সবসময় চেস্টা করবে যে কিভাবে একটি এস্যাইনমেন্ট সাজিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় । কারণ বাংলা এস্যাইনমেন্টে সৌন্দর্যটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আপনারা যারা ৬ষ্ঠ শ্রেণির ইংরেজী এস্যাইনমেন্ট এর উত্তর খুজতেছেন। তারা সঠিক জায়গাতেই এসেছেন। কারন বর্তমানে সকল শ্রেণির বিভিন্ন সাব্জেক্টের এস্যাইনমেন্টের উত্তর সমূহ আমাদের সাইটে পেয়ে যাবেন।

যাহেতু বই ঘাটাঘাটি করে উত্তর খুজে বেড় করার দিন শেষ। তাই যুগের সাথে তাল মিলিয়ে আজকাল প্রায় সব বিষয়ের উপরেই অনলাইনে বিভিন্ন আর্টিকেল পাওয়া যায়। সেখান থেকে সহজেই প্রয়োজনীয় সব তথ্য খুজে পাওয়া সম্ভব। এরই ধারাবাহিকতায় আমাদের পেইজে আমরা সকল এস্যাইনমেন্টের উত্তর সমূহ পোস্ট করে থাকি। 

Download Class 6 Assignment Solution for English, Maths, Science, Home Science, Bangla, ICT, Religious Studies, and other subjects:

  • Class 6 Assignment Answer 2021 PDF, HD Pictures
  • Class 7 Assignment Answer 2021 PDF, HD Pictures
  • Class 8 Assignment Answer 2021 PDF, HD Pictures
  • Class 9 Assignment Answer 2021 PDF, HD Pictures

Law Giant

A lawyer is a 'legal practitioner' who is an advocate, barrister, attorney, solicitor or legal adviser. Lawyers work primarily to solve the legal problems of individuals or organizations through the practical application of theoretical aspects of the law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button